চমকে যাবেন না! একটা সাপের দাম ১কোটি ২৫লক্ষ টাকা! হ্যাঁ ঠিক তাই। নাম বালি বোরা। বিরল প্রজাতির দেখাই যায় না। পাচার করতে যাওয়ার আগেই উদ্ধার করল মধ্যপ্রদেশের বন দফতর।
এই সাপের কেন এতো দাম? সাপটি বিষহীন হলেও এই সাপ থেকে ওষুধ আর প্রসাধনী তৈরি হয়। কালা জাদুতেও ব্যবহার হয়। অনেকে একে সৌভাগ্যের প্রতীক মনে করে। যার জন্যে আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা।
মধ্যপ্রদেশ পুলিশ ইনফর্মার মারফৎ খবর পেয়ে নরসিংহগড় বাস স্ট্যান্ড থেকে সাপটিকা উদ্ধার করে। দুই নাবালক-সহ ৫জন গ্রেফতার হয়েছে।
আরও পড়ুন-বাংলাদেশে ঢুকতে গিয়ে আটক ৩০০ অনুপ্রবেশকারী, জানাল বিজিবি































































































































