ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ, গোপন নথি এবং গতিবিধি জানতে হানি ট্র্যাপ পেতেছে অনেক শত্রুদেশ। বিশেষ করে ভারতীয় জওয়ানদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টকেই এই কাজে ব্যবহার করা হচ্ছে। সুন্দরীদের ব্যবহার করে নৌবাহিনীর অন্দরে খবরও পাচার করা হচ্ছে। এবিষয়ে গোয়েন্দা সংস্থাগুলি বারবার সেনা বাহিনীকে সতর্ক করেছে। এটি রুখতে এবার কড়া পদক্ষেপ করল ভারতীয় নৌবাহিনী। ইতিমধ্যেই খবর পাচারের অভিযোগে ৭ নৌসেনা অফিসারকে গ্রেফতার করা হয়েছে। এর প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর তরফে অ্যাডভাইসারি জারি করে বলা হয়েছে, কর্তব্যরত কর্মীরা নৌবাহিনীর জাহাজ বা ডক কোথাও সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না। এমনকী, কর্তব্যরত অবস্থায় নৌসেনা কর্মীরা মোবাইল ফোন ব্যবহারও করতে পারবেন না। নিরাপত্তার স্বার্থে বাতিল করা হতে পারে নৌসেনা কর্মীদের ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটঅ্যাপ অ্যাকাউন্টও।
ধৃতদের মধ্যে ৩জন বিশাখাপত্তনম, ২জন কারওয়ার এবং ২জন মুম্বই নৌসেনা ঘাঁটির। গোয়েন্দা সূত্র খবর, ধৃত নৌসেনাদের মোবাইল ও ল্যাপটপ ঘেঁটে পাকিস্তানি হ্যাকারদের লিঙ্ক পাওয়া গিয়েছে। স্যোশাল মিডিয়ায় সুন্দরীদের দিয়ে অ্যাকাউন্ট খুলিয়েছিল হ্যাকাররা। সেই ফাঁদেই পড়েন নৌসেনা আধিকারিকরা। নৌবাহিনীর সংগ্রহে থাকা যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনের অনেক গোপন নথিও তাঁদের থেকে জানার চেষ্টা হয়েছে। তথ্য দিতে অস্বীকার করলে তাঁদের ব্ল্যাকমেল করা হত বলে অভিযোগ।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































