শব্দ জব্দে উদ্যোগী দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

0
4

শব্দ জব্দে উদ্যোগ নিল রাজ্য সরকার। বাংলার প্রতিটি জেলা শহরে শব্দ মাপার যন্ত্র বসাবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। থাকবে ডিসপ্লে বোর্ডও। তাতে এলাকার শব্দের মাত্রা দেখতে পাবেন বাসিন্দারা। কোন এলাকায়, কোন সময়ে শব্দের সীমা মাপা হচ্ছে, তাও দেখা যাবে ডিসপ্লে বোর্ডে। আপাতত কলকাতা ছাড়া আর কোনও জেলায় শব্দ মাপার যন্ত্র বসানো নেই। এবার ৫৮টি জেলা শহরে যন্ত্র বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু শহরাঞ্চলে শব্দ মাপার যন্ত্র বসানোই নয়, জেলা শহরের প্রতিটি থানাকে দু’টি করে অত্যাধুনিক সাউন্ড লেভেল লিমিটার দেওয়া হচ্ছে। মোট ২২৫টি সাউন্ড লিমিটার তুলে দেওয়া হয়। ৫৫ হাজার টাকার দামের ওই যন্ত্রের মাধ্যমে ৪০ থেকে ১৩০ ডেসিবেল পর্যন্ত শব্দের মাত্রা মাপা যাবে। এরফলে শব্দের সীমা ভাঙলেই ব্যবস্থা নিতে পারবে পুলিশ।