দলকে ‘চাঙ্গা’ করতে এবার কঠোর পথে হাঁটতে চলেছে আলিমুদ্দিন৷ কেন্দ্রীয় নেতৃত্বের সিলমোহরের পর কয়েক মাস আগে রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে বাদ পড়েছিলেন 4 শীর্ষ নেতা।
আগামী জানুয়ারিতে দলের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক৷ সেই বৈঠকেই শরীর খারাপ এবং পদে থেকেও নিষ্ক্রিয় থাকার কারণে রাজ্য কমিটির বেশ কয়েকজন সদস্যকে এবার ছেঁটে ফেলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে৷ কাকে কাকে বাদ দেওয়া হবে, তা নিয়ে ঝাড়াই-বাছাইয়ের কাজ শুরু করেছে আলিমুদ্দিন। আসন্ন কোপে বেশ কয়েকজন শীর্ষনেতার নাম উঠে এসেছে৷ রাজ্য নেতাদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে হয়েছে, কার কার নাম থাকতে পারে, তা নিয়েই৷ ফলে অনেক নেতার কপালের ভাঁজ বেড়ে গিয়েছে ৷ সিপিএম সূত্রের খবর, নিচুতলার নিষ্ক্রিয় কর্মীদের ছেঁটে ফেলার পাশাপাশি বড় মাপের নেতাদেরও এবার রেয়াত করা হবেনা৷ তাঁদের জায়গায় কয়েকজন অপেক্ষাকৃত তরুণ নেতাকে ঠাঁই দেওয়া হবে রাজ্য পার্টির সর্বোচ্চ কমিটিতে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.