বেসরকারি হাসপাতালে লক-আউট নোটিশ!

0
4

কারখানা বা প্রতিষ্ঠানে লক-আউট নোটিশ ঝোলানোর খবর শোনা যায় প্রায়ই। কিন্তু এবার লক-আউট নোটিশ ঝোলানো হল রাজ্যের এক বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পয়লা জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে সল্টলেকের আনন্দলোক হাসপাতাল।

আর্থিক ক্ষতি ও কর্মীদের একাংশের বিশৃঙ্খলার কারণেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। চিকিৎসকরা সরে যাওয়ায়, প্রায় রোগীশূন্য হাসপাতাল। তবে, এখনও তিন মাসের বেতন বাকি রয়েছে কর্মীদের। হাসপাতাল সূত্রে খবর, যারা হাসপাতালে জিনিস সরবরাহ করে, তাদেরও বকেয়া রয়েছে বেশ কয়েক মাসের টাকা। তবে, হাসপাতালের মালিক সব শোধ করে দেবেন বলে জানিয়েছেন। বছরের প্রথম দিন থেকেই বন্ধ করে দেওয়া হবে হাসপাতাল। রোগীদের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। এখনও যাঁরা আছেন, তাঁদের বাড়ি পাঠিয়ে তবেই, হাসপাতাল ছাড়বেন বলে জানিয়েছেন কর্মীরা। তবে, একটি হাসপাতালে এভাবে লক-আউট নোটিশ ঝোলানোয় হতবাক চিকিৎসক থেকে কর্মীরা।

আরও পড়ুন-৪জানুয়ারি থেকে ভাঙা হবে টালা ব্রিজ