তড়িঘড়ি অস্ট্রিয়ার ভারতীয় রাষ্ট্রদূতকে দেশে ফেরাচ্ছে বিদেশমন্ত্রক! কারণ কী ?

0
3

তড়িঘড়ি অস্ট্রিয়ার ভারতীয় রাষ্ট্রদূতকে দেশে ফেরাচ্ছে বিদেশমন্ত্রক। মাস গেলেই বাড়ি ভাড়া সহ লম্বা-চওড়া বিল পাঠাচ্ছিলেন অস্ট্রিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রেণু পল। সরকারি টাকায় ভাড়া গুনছিলেন ১৫ লক্ষ। তাঁর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি সহ সরকারি টাকা অপচয়ের অভযোগ আনা হয়েছে। ১৯৮৮ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার রেণু পল। অস্ট্রিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে আগামী মাসেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল তাঁর। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, কূটনীতিক হিসাবে বেশ কিছু সুযোগ-সুবিধা পেতেন রেণু। সরকারি অনুমতি না নিয়েই ইচ্ছামতো টাকাও খরচ করছিলেন। ভুল হিসাব দেখিয়ে খরচের চেয়ে বেশি টাকা তুলছিলেন তিনি।

এরপর খরচ খতিয়ে দেখতে নড়েচড়ে বসে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি) এবং বিদেশমন্ত্রক। অভিযোগের সত্যতা বিচার করতে সেপ্টেম্বরে ভিয়েনা পৌঁছয় সিভিসির একটি দল। রিপোর্টে রেণু পলের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি এবং সরকারি টাকা অপচয়ের অভিযোগ তোলা হয়। পরে রিপোর্ট হাতে পেয়েই ৯ ডিসেম্বর সমস্ত প্রশাসনিক এবং অর্থনৈতিক দায়িত্ব কেড়ে নেওয়া হয় তাঁর কাছ থেকে। এবং রেণু পলকে ভারতীয় দূতাবাসের সদর দফতরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তিনি আগামী রবিবার দেশে ফিরছেন।

আরও পড়ুন-মেলার আগেই কপিল মুনির মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল, মমতা যাচ্ছেন ৬-ই