উত্তর ২৪ পরগনার ইছাপুরে রবিবার রাতে বোমাবাজিতে আহত হলেন গোপাল দেবনাথ ও মন্টু আচার্য নামের দুই ব্যবসায়ী। আনন্দমঠ গার্লস স্কুলের উল্টোদিকে মন্টুর দোকানে গল্প করতে যাওয়ার সময় গোপাল দেবনাথকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে বারাকপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে থেকে গোপালকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বোমার আঘাতে আহত হন মন্টু আচার্যও। তাঁর দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কী কারণে এই বোমাবাজির ঘটনা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে ইছাপুর থানার পুলিশ।
আরও পড়ুন-বর্ষশেষে কনকনে ঠান্ডা, বছরের শুরুতে বৃষ্টির পূর্বাভাস





























































































































