বর্ষশেষে কনকনে ঠান্ডা, বছরের শুরুতে বৃষ্টির পূর্বাভাস

0
3

বর্ষশেষে হাড় কাঁপানো ঠান্ডা। সঙ্গে হিমেল হাওয়া। সোমবারও মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ডিগ্রি কম, ১১.৪ ডিগ্রি। মঙ্গলবারও তাপমাত্রার পারদ এরকমই থাকবে। তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে আকাশ মেঘলা থাকবে। সঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার হালকা বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। শিলাবৃষ্টির হতে পারে উত্তরের পার্বত্য অঞ্চলে। বৃহস্পতিবার থেকে কলকাতা ও রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অকাল বৃষ্টিতে ফসলের ক্ষতির সম্ভাবনায় চিন্তায় কৃষকরা।