লকেট চট্টোপাধ্যায় যে বিজেপির শীর্ষনেতৃত্বের কাছে ক্রমশই বেশি গুরুত্ব পাচ্ছেন, তা আবার দেখা গেল। কংগ্রেসশাসিত রাজস্থানে লাগাতার শিশুমৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের সংসদীয় দল পাঠাচ্ছে বিজেপি। দল গঠন করে দিয়েছেন কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা। এই চারজনের মধ্যে রয়েছেন লকেট। রাজস্থানে সব দেখে এসে তাঁরা রিপোর্ট দেবেন।