চিফ অফ ডিফেন্স স্টাফ: তিন বাহিনীর শীর্ষ পদে বসছেন বিপিন রাওয়াত

0
2

৩১ ডিসেম্বর অবসর নেওয়ার পর দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ পদে বসতে চলছেন বর্তমান সেনাপ্রধান বিপিন রাওয়াত। স্থল, জল, বিমান এই তিন বাহিনীর মাথায় থাকবেন চিফ অফ ডিফেন্স স্টাফ। দেশের সামরিক ও প্রতিরক্ষা সংক্রান্ত নীতি ও কৌশল নির্ধারণ এবং অস্ত্র ক্রয় সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তিনি তিন বাহিনীর পক্ষ থেকে প্রতিরক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টার ভূমিকা পালন করবেন।

দেশে চিফ অফ ডিফেন্স স্টাফ তৈরির বিষয়ে আলোচনা বহুদিন ধরেই চলছিল। কার্গিল যুদ্ধের পর থেকেই এরকম পদের প্রয়োজনীয়তার কথা সরকারি স্তরে ওঠে। অবশেষে দ্বিতীয়বারের মোদি সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়িত করল। সম্প্রতি সেনাপ্রধান বিপিন রাওয়াত নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানানোর নামে সরকারি সম্পত্তি ধ্বংস ও হিংসার কড়া নিন্দা করেন। এই পরিপ্রেক্ষিতে তাঁর মন্তব্য ছিল, নেতৃত্ব তাকেই বলে যা সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। হিংসায় প্ররোচনা সৃষ্টি প্রকৃত নেতার কাজ নয়। রাওয়াতের এই মন্তব্যের পর তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। অবশেষে মোদি সরকার ৬২ বছরের এই সেনাপ্রধানকেই দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে নিয়োগ করল। এই পদে থাকার সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর।