কলকাতা পুলিশে বড়সড় রদবদল হলো৷ অতিরিক্ত পুলিশ কমিশনার (১) জাভেদ শামিম IG থেকে ADG হলেন । তিনি কলকাতা পুলিশেই থাকছেন “বিশেষ পুলিশ কমিশনার” পদে। অতিরিক্ত পুলিশ কমিশনার (২) অজয় মুকুন্দ রানাডে পদোন্নতি পেয়ে হলেন ADG (পরিকল্পনা)।
রাজ্যের কোস্টাল পুলিশ বাহিনীর দায়িত্বে থাকা হরমনপ্রীত সিং রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির প্রশাসক হলেন। কোস্টাল পুলিশ বাহিনীর দায়িত্বে এলেন কারা দফতরের প্রধান সচিবের পদে থাকা সঞ্জয় মুখোপাধ্যায়। পদোন্নতি পেলেন CID-র IG (১) অজয় কুমার। তিনি সিদ্ধিনাথ গুপ্তের জায়গায় কাউন্টার ইনটেলিজেন্স ফোর্সের প্রধান পদে দায়িত্ব নেবেন। সূত্রের খবর, আগামীকাল, মঙ্গলবার আরও কিছু রদবদল হবে রাজ্য এবং কলকাতা পুলিশে।






























































































































