এনআরসি বিরোধিতায় পথে যুব কংগ্রেস

0
3

এনআরসি-সিএএ-র বিরোধিতা এবং উত্তরপ্রদেশে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশি হেনস্থার প্রতিবাদে কলকাতায় যুব কংগ্রেসের মিছিল। রবিবার বিকেলে বিধানভবন থেকে মিছিলের গন্তব্য ছিল বিজেপি রাজ্য দফতর। যুব নেতাদের কর্মসূচি ছিল, ভারতের সংবিধান বিজেপি নেতাদের হাতে তুলে দেওয়া এবং সংবিধানে কী রয়েছে তা পড়ানো। যুব নেতাদের সঙ্গে মিছিলের শুরুতে হাঁটেন রাজ্য বিরোধী দলনেতা আব্দুল মান্নান। মিছিল সেন্ট্রাল এভিনিউ ধরে বিবি গাঙ্গুলি স্ট্রিট মোড়ে আসার পরে পুলিশ মিছিল আটকে দেয়। রাস্তায় বসেই প্রতিবাদ শুরু হয়। দীর্ঘক্ষণ চলে সেই প্রতিবাদ। রবিবারেরও যানজটে অসুবিধায় পড়েন মানুষ।

ছবি: সঞ্জয় বিশ্বাস