দেশে তিন তালাক রুখতে আইন এনেছে সরকার। আইনে অবৈধ তিন তালাক দিলে শাস্তির বিধানও রয়েছে। তা সত্ত্বেও বেআইনি তিন তালাকের শিকার হচ্ছেন মুসলিম মহিলারা। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, তাঁর রাজ্যে তিন তালাক পাওয়া মহিলাদের মাসে ৫০০ টাকা হিসাবে এককালীন ৬০০০ টাকা বছরে দেওয়া হবে। এজন্য তালাক সংক্রান্ত মামলার কাগজ পেশ করতে হবে পেনশন প্রাপকদের। খুব শিগগিরই মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদন করাতে চায় যোগী প্রশাসন। তবে টাকার অঙ্ক খুবই সামান্য বলে সমালোচনাও শুরু হয়েছে।































































































































