দেশপ্রেমের শিক্ষা পেট্রলিয়াম মন্ত্রীর! ভারতে থাকতে হলে ‘ভারত মাতা কি জয়’ বলতেই হবে

0
6

এবার দেশপ্রেমের শিক্ষা দিলেন পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর বক্তব্য, ভারতে থাকতে হলে ‘ভারত মাতা কি জয়’ বলতেই হবে। ভারত ধর্মশালা নয়, তাই সবাইকে নাগরিকত্ব দেওয়া সম্ভব নয়। যাঁরা ভারত মাতার জয়গান করবে, তাঁরাই এদেশে থাকতে পারবে।
ধর্মেন্দ্র প্রধান গিয়েছিলেন পুণেতে সংশোধিত নাগরিক্ত আইন নিয়ে প্রচার চালাতে । তাঁর কথায়, “ভগৎ সিং, সুভাষচন্দ্র বোসের মতো দেশপ্রেমিকদের বলিদান কি ব্যর্থ হবে? এঁরা দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য এত লড়াই করেছেন। নিজেদের প্রাণ দিয়েছেন। স্বাধীনতার ৭০ বছর পরে এসে কি আমরা এটা ভাবতে বসব যে, নিজেদের দেশের নাগরিক সংখ্যা গুণব, নাকি গুণব না? আমরা কি এই দেশটাকে ধর্মশালা তৈরি করব?”