পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কেঠিয়া খালে তলিয়ে গেল তিন জন।শনিবার বিকালে এই ঘটনার পর রবিবার তাদের দেহ উদ্ধার করা হয়। তাদের নাম শুভজিৎ মঙ্গল, শোভনকান্তি রায় ও অনিরুদ্ধ রায়। পুলিশ জানায়, তারা এলাকারই জাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, আট জন বন্ধু শনিবার কেঠিয়া খালের ধারে পিকনিক করতে গিয়েছিল। সারাদিন হুল্লোড় ও মজা করার পর এই তিন জন এই খালের ধারে ঘুরতে গিয়ে আর ফিরে আসেনি।সন্ধ্যায় ওই খালের ধারে তাদের জুতো পাওয়া যায়।পুলিশের প্রাথমিক অনুমান তারা মদ্যপ অবস্থায় ছিল ও ওই খালে নেমে তলিয়ে যায় ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.