সেন্ট্রাল পার্কে ফ্লাইং ডিশ হাতে ছেলেবেলায় ফেরা মহারাজের

0
2

বিসিসিআই প্রেসিডেন্ট রবিবারের দুপুরে অন্য মুডে। ছেলেবেলায় ফিরে যাওয়ার মুহূর্ত উপভোগ করলেন ৪৬ পেরনো প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক। খেললেন ফ্লাইং ডিশ। সঙ্গী কিশোর-কিশোরীরা!

আসলে একটি প্রকাশনী সংস্থার বিজ্ঞাপনের শুটিং। যাদবপুরের সেন্ট্রাল পার্কে। ব্যাট-বল নয়, ফ্লাইং ডিশ হাতে মহারাজকে দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। শুটিংয়ের অঙ্গ হিসাবেই মহারাজকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হচ্ছিল। আর অন্যদিকে কিশোর-কিশোরীদের ফ্লাইং ডিশ খেলাটাও শুটিংয়ের অঙ্গ। কিন্তু সৌরভের মন পড়েছিল ফ্লাইং ডিশের দিকে। শুটিংয়ের মাঝে, শুটিংয়ের শেষে মেতে উঠলেন খেলায়। সৌরভ বোধহয় কন্যা সানাকে মিস করছিলেন এদিন সেন্ট্রাল পার্কে।