‘ওয়ান ডে সুপার সিরিজ’- সৌরভকে সমর্থন ইংল্যান্ডের

0
4

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন পরিকল্পনা ‘ওয়ান ডে সুপার সিরিজ’। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আরও একটি দেশকে নিয়ে এই টুর্নামেন্টের পরিকল্পনা করেছেন তিনি।অস্ট্রেলিয়া আগেই সমর্থন করেছিল এবার ইংল্যান্ডও সমর্থন করল সৌরভকে।
সম্প্রতি সৌরভ ও বোর্ডের সচিব জয় শাহ ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ( ইসিবি ) কে এই সিরিজের প্রস্তাব দিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, এই প্রস্তাবে সায় দিয়েছে ইসিবি। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস সৌরভের এই সুপার সিরিজের পরিকল্পনার প্রশংসা করেন। এখন আইসিসির সবুজ সঙ্কেতের দিকে তাকিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আইসিসির তরফে প্রধান সমস্যা হচ্ছে সূচি। তাই এখনও এই ব্যাপারে নিশ্চিতভাবে তারা কিছু জানায় নি। সৌরভের প্রস্তাব, বিশ্বের সেরা চার দেশ এই টুর্নামেন্ট খেলবে। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ছাড়া একটা ইন-ফর্ম দেশকে নেওয়া হবে। চতুর্থ দেশটি প্রতি বছর বদলে যেতে পারে। বাকি তিনটি দেশ একই থাকবে। ২০২১ সালে প্রথমে ভারতে শুরু হওয়ার পর প্রতি বছর রোটেশন পদ্ধতিতে বাকি দেশগুলিতে এই সিরিজের পরিকল্পনা রয়েছে সৌরভের।