ঝাড়খন্ডে হেমন্ত সোরেনের শপথে অবিজেপি ঐক্যমঞ্চ তৈরি করতে উপস্থিত সবাই। কিন্তু তার মধ্যে বাম এবং তৃণমূলকে নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজপি। তাদের বক্তব্য: সোরেনের দলের সঙ্গে কংগ্রেস, আর জে ডির জোট ছিল তারা যেতেই পারে। কিন্তু বাম আর তৃণমূল তো আলাদা প্রার্থী দিয়ে গোহারা হেরেছে। তৃণমূলের ২৬ প্রার্থীর সবকজনের জমানত জব্দ। বামেরা নোটার থেকেও কম ভোট পেয়েছে। তাহলে এরা আজ হঠাৎ সোরেনের শপথ নিয়ে মাতামাতি করতে নামল কেন? এদের কি অধিকার আছে? ভোটের আগে সোরেনকে শপথ না দিয়ে তার শপথের মঞ্চে সাফল্যের ভাগ বসিয়ে প্রচার টানতে যাওয়া নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি।