বিমানের আসনগুলির রঙ নীল কেন হয় জানেন?

0
4

সাধারণত বিমানের আসনগুলি একই রঙের হয়!কিন্তু কেন জানেন? যে কোনও সংস্থার বিমানের আসনগুলির রঙ নীল হয়। এর নেপথ্যে নির্দিষ্ট কারণ রয়েছে।মাঝ আকাশে বায়ুর চাপ প্রতিহত করে যাত্রীদের এক স্থান থেকে আর এক স্থানে অত্যন্ত দ্রুত পৌঁছে দেয় একটি বিমান।


এমনকি বিমানের ভিতরের ছোট ছোট অংশগুলো তৈরির সময়েও বিজ্ঞানকে মাথায় রাখা হয়। সে রকমই বিমানের আসনের সিটের রঙ। আসলে বিমানে উঠলে কমবেশি প্রায় সকলেই মানসিক চাপ অনুভব করেন। যাত্রীদের সেই মানসিক চাপ কাটানোর জন্যই আসনের রঙ নীল করা হয়। মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করে এই নীল রং। সে জন্যই বিমানের আসনের রঙ সাধারণত নীল করা হয়।এ ছাড়াও নীল এমন একটা রঙ যা সহজে নোংরা হয় না।