রবিবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হলো ক্যানেল ইস্ট সেতু। মূলত সারাইয়ের কাজের কারণেই এই সিদ্ধান্ত। এর জেরে সকাল থেকেই অসুবিধার মধ্যে পড়েন পথ চলতি মানুষ। গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভূপেন বোস এভিনিউ দিয়ে। ধর্মতলাগামী বাসগুলিকে বিধানসরণী দিয়ে। ১৯৩৪ সালে তৈরি এই সেতু বাগবাজার থেকে চিড়িয়ামোড়ের দিকে যাওয়ার অন্যতম মাধ্যম। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ায় কার্যত যান পরিবহনে অক্ষম হয়ে পড়েছিল। বারবার সেতু দুর্ঘটনার কারণে রাজ্য এই মুহূর্তে জোর দিয়েছে সেতুর স্বাস্থের উপরে। তারই প্রক্রিয়া হিসাবে এই পদক্ষেপ। সপ্তাহ খানেকের মধ্যে সেতুর মেরামত হয়ে যাবে আশা করা হচ্ছে।