উত্তর ২৪ পরগনা জুড়ে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

0
4

“NO CAA, NO NRC”-র এই ব্যানারে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় অবস্থান-বিক্ষোভে সামিল জেলা তৃণমূল কংগ্রেস। শনিবার, নৈহাটির নেতাজি সুভাষ বসু মোড়ে ধরনায় বসলেন পুরপ্রধান সহ তৃণমূলের নেতা-কর্মীরা। নাগরিকত্ব সংশোধনী আইন এবং নাগরিক পঞ্জির বিরোধিতায় সরব হন তাঁরা। নৈহাটি ঘোষপাড়া রোডে গরুরফাঁড়ি মোড়ে নৈহাটি পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ-অবস্থান করা হয়।