আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই মেঘ কাটতেই জাঁকিয়ে শীত পড়ল দক্ষিণবঙ্গে। শনিবার এ মরসুমের শীতলতম দিন। পারদ ছুঁল ১১.১ ডিগ্রি।
বড়দিনের সময় মেঘলা আকাশের জন্য তাপমাত্রা বৃদ্ধি হয়। কিন্তু হাওয়া অফিস জানিয়েছিল, মেঘ কাটতেই হাড় কাঁপানো শীত পড়বে রাজ্যে। সেই মতোই কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় নামলেও অনেকটাই। একইসঙ্গে নেমেছে উত্তরবঙ্গের তাপমাত্রাও। কালিম্পং, কার্শিয়ং, দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে হাড় কাঁপানো শীত। পাশাপাশি শিলিগুড়ি সহ সমতলেও পারদ পতন অব্যাহত।





























































































































