শিশুদের মধ্যে কেক বিলি করলেন সাধন পান্ডে

0
7

শিশুদের মধ্যে কেক বিলির উৎসব। শনিবার বিকেলে। ১২ নম্বর ওয়ার্ডে। ছিলেন মন্ত্রী সাধন পান্ডে, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ প্রমুখ। সাধনবাবুর নির্বাচনী কেন্দ্রেই এই অনুষ্ঠান। আর্থিকভাবে অনগ্রসরদের হাতে কেক তুলে দেন সাধনবাবুরা।

আরও পড়ুন-“নোটবন্দির থেকেও দেশের বেশি ক্ষতি করবে এই CAA”, ফের তোপ রাহুলের