রাজীবের জামিন সওয়ালে হাতিয়ার হবে “বদলি”

0
5

” রাজীব কুমার আর পুলিশের চাকরিতে নেই। পুলিশের কোনো পদেও নেই। ফলে তদন্তে প্রভাব খাটানোর কোনো প্রশ্ন ওঠে না। তিনি পুলিশের প্রভাবশালী নন।”

সুপ্রিম কোর্টে সিবিআইর আনা আগাম জামিন খারিজ মামলার সওয়ালে সদ্য এডিজি সিআইডি থেকে তথ্যপ্রযুক্তিসচিব পদে বদলি হওয়া রাজীবকুমারের আইনজীবীরা এমন সওয়াল করতে পারেন। বিশেষ সূত্রে এ খবর জানা গেছে। এই বিতর্ক মিটলে আবার পুলিশের পদে ফিরবেন রাজীব। জানা গেছে আইনি কৌশল হিসেবেই এই বদলি হয়েছে। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় নি। সবটাই অসমর্থিত সূত্রের খবর।