দানিশকে কাঠগড়ায় তুলে মিঁয়াদাদ : অর্থের জন্য ও সব করতে পারে!

0
2

দানিশ কানেরিয়াকে নিয়ে পাকিস্তান ক্রিকেটেই বেধে গেল গোলমাল। প্রথমে শোয়েব আখতার মুখ খুলে বলেছিলেন, হিন্দু ক্রিকেটার হওয়ায় দানিশের সঙ্গে টিমের অনেকে কথা বলতো না, এক টেবিলে খাবার খেতে দিত না। পাল্টা দানিশ এই অভিযোগ স্বীকার করে নিয়ে জানান, কারা এই ঘটনায় যুক্ত ছিল, তাদের নাম আমি জানাব।

দানিশের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাক্তন পাক অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ বলেন, দানিশের এই অভিযোগ অসাড়, সারবত্তা নেই। ওকে যদি খেলতেই না দেওয়া হতো, তাহলে দশ বছর ধরে ৬১টি টেস্ট খেলল কী করে! আসলে ও পয়সার জন্য সব করতে পারে। এই কারণে ওকে কাউন্টিতে ম্যাচ ফিক্সিংয়ের জন্য ‘ব্যান’ করা হয়েছিল। ওর কথায় কে বিশ্বাস করবে!