বিহারে NPR-ও হবেনা, জানিয়ে দিল NDA শরিক JDU

0
2

বিজেপির অস্বস্তি বেড়েই চলেছে ।

তাঁর রাজ্যে NRC হবেনা আগেই বলেছিলেন৷ এবার
NPR নিয়েও বেঁকে বসলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তাঁর দল JDU৷

NRC নিয়ে দিনকয়েক আগে নিজের এবং দলের অবস্থান স্পষ্টভাবে জানিয়েছিলেন নীতিশ কুমার। বলেছিলেন, “বিহারে NRC হবে কে বলেছেন? ওসব এ রাজ্যে হবে না”৷
এবার JDU মুখপাত্র কে সি ত্যাগী জানালেন, “কেন্দ্র আগে স্পষ্ট করুক NPR-এর বিষয়বস্তু এবং উদ্দেশ্য৷ কেন্দ্র না জানালে বিহারে NPRও হবে না”।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত মঙ্গলবার বলেছিলেন, NRC- সঙ্গে NPR–এর কোনও মিল নেই। কিন্তু বিরোধীদের মতোই শাহের আশ্বাসে ভরসা রাখতে পারছে না NDA–এর শরিকই। ত্যাগী বলেছেন, “কেন্দ্রের অবস্থান স্বচ্ছ নয়৷ অমিত শাহ এক কথা বলছেন। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে বলেছেন, NPR হল NRC-র প্রথম ধাপ। ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই দ্বন্দ্ব ও নানা আশঙ্কা দূর হওয়া প্রয়োজন। NPR আসলে কী এবং কেন, আমাদের দল তা জানতে চায়।”
এরপরই তিনি জানান, “স্বরাষ্ট্রমন্ত্রী নিজে NPR ও NRC নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট না জানালে বিহারে তা কার্যকর করার কোনও প্রশ্নই নেই।’