আন্দোলনের আঁচে জ্বলে যাওয়া হাজারদুয়ারি এক্সপ্রেস ফিরল নবরূপে। সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের জেরে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের কৃষ্ণপুর রেল স্টেশনে। আগুন জ্বালিয়ে দেওয়া ৫টি ট্রেন। সেই তালিকায় ছিল হাজারদুয়ারি এক্সপ্রেসও। সেই পোড়া ট্রেনের ছবি ভাইরাল হয়। দেখানো হয় এখন বিশ্ব বাংলা সংবাদেও। ১৪ ডিসেম্বর থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস বন্ধ থাকার পরে, শনিবার ফের সেই ট্রেন চালু করা হল। এদিন, মুর্শিদাবাদ স্টেশনে সেই ট্রেন যখন আসে, তখন সেটি আবেগে ভেসে যান যাত্রীরা। ট্রেনটি ফিরিয়ে দেওয়ার জন্য রেলকে ধন্যবাদ জানান তাঁরা। মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ট্রেনের চালক, গার্ড থেকে শুরু করে সব রেলকর্মীকে মিষ্টি মুখ করানো হয়। হাজারদুয়ারি এক্সপ্রেস ফিরে পাওয়ার জন্য রেলমন্ত্রক ও কর্মীদের ধন্যবাদ জানান অ্যাসোসিয়েশনের সদস্যরা।
আরও পড়ুন-মোদি-শাহকে দুর্যোধন-দুঃশাসন বললেন যশবন্ত