“বছরের সেরা জোকার NDA সরকার”, তোপ দাগলেন অধীর

0
4

 

CAA, NRC বা NPR নিয়ে প্রতিদিনই দেশজুড়ে চড়ছে রাজনৈতিক উত্তাপ।
শনিবার লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরি প্রকাশ জাভড়েকরের এক মন্তব্যের জবাবে “NDA সরকারকে বছরের সেরা জোকার” বলে চিহ্নিত করলেন।
অধীর চৌধুরি সরাসরি প্রকাশ জাভড়েকরকে বিতর্কে আসার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “বিতর্কে আসুন, তাহলেই প্রমান হয়ে যাবে রাহুল গান্ধী মিথ্যা কথা বলছেন না’কি নরেন্দ্র মোদি মিথ্যা বলছেন”৷ গত বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর করা এক টুইটের জেরে রাহুলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি৷ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর বলেছিলেন, ‘রাহুল গান্ধী 2019-এর সেরা মিথ্যেবাদী”৷ তারই জবাব এদিন দিলেন অধীর চৌধুরি।