বাসন্তীতে খুন যুব তৃণমূল নেতা, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ

0
3

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী। ঘটনায় মৃত্যু হয়েছে এক যুব তৃণমূল নেতার। বাসন্তীর আমঝাড়ার তিতকুমারে নিজের চায়ের দোকানে বসে ছিলেন যুব তৃণমূল নেতা রহিম শেখ। সঙ্গে তাঁর কয়েকজন অনুগামীও ছিলেন। অভিযোগ, তৃণমূল নেতা বাবলু গায়েন ও তাঁর অনুগামীরা গিয়ে দোকান লক্ষ্য করে বোমা, গুলি ছোড়ে। রহিম শেখকে লক্ষ্য করেও গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুব তৃণমূল নেতার। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুব তৃণমূল কর্মী। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। রহিম শেখের দেহ ক্যানিং হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে বাসন্তী থানার পুলিশ বাহিনী। অভিযুক্ত বাবলু গায়েনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র।