মৌসুমীর বিরুদ্ধে এবার মানহানির মামলা!

0
3

এবার অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করছেন জামাই ডিকি সিনহা। স্ত্রী পায়েলের অসুস্থতার জন্যই এতদিন সব অভিযোগ মুখ বুজে মেনে নিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। ২ সপ্তাহ আগেই মৃত্যু হয়েছে মৌসুমীর মেয়ে পায়েলের।

সংবাদ সংস্থাকে ডিকি সিনহা জানান, পায়েলের মৃত্যুর ৪০ দিন পর ত্রিবেণী গিয়ে তাঁর অস্থি বিসর্জন দেবেন। তারপরেই শাশুড়ি মৌসুমী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করবেন তিনি।

ডিকি সিনহার সঙ্গে মেয়ের বিয়ে কোনও দিনই মেনে নেননি মৌসুমী। ছোটবেলা থেকেই টাইপ ওয়ান ডায়াবিটিসে আক্রান্ত ছিলেন পায়েল মুখোপাধ্যায়। নিয়মিত চিকিৎসা চলছিল। ২০১৭-তে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০১৮ নাগাদ তাঁকে বাড়িতে নিয়ে আসেন ডিকি। পায়েল সুস্থ হওয়ার আগেই হাসপাতাল থেকে ছাড়িয়ে আনার বিষয়ে আপত্তি জানান মৌসুমী। এমনকী, জামাইয়ের বিরুদ্ধে পায়েলকে অবহেলার অভিযোগ তোলেন। দুই পরিবারের মধ্যে সম্পর্কের জল গড়ায় বম্বে হাইকোর্ট পর্যন্ত। আদালত থেকে পারিবারিক বিবাদ মিটিয়ে নেওয়ার কথা বললেও সম্পর্কের টানাপোড়েন মেটেনি।
গত দু’বছর ধরে শয্যাশায়ী ছিলেন পায়েল। হাঁটাচলার ক্ষমতাও ছিল না। পায়েলের এই অবস্থার জন্য জামাইকে দায়ী করেছিলেন মৌসুমী। এমনকী, পায়েলের মৃত্যুর পরেও যাননি মৌসুমী। গিয়েছিলেন পায়েলের বাবা ও বোন। যদিও এবিষয়ে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমের সামনে কোনও মন্তব্যই করতে চাননি মৌসুমী।

আরও পড়ুন-বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা! পরিচয় করে নিন