হিংসা ছড়ানো রুখতে ২১ জেলায় ইন্টারনেট বন্ধ রাখল যোগী সরকার

0
4

হিংসা ছড়ানো রুখতে উত্তরপ্রদেশের এক-তৃতীয়াংশ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল যোগী সরকার। ৭৫টির মধ্যে ২১টি জেলায় আপাতত বন্ধ পরিষেবা। অশান্তি আটকাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন উত্তর প্রদেশের পুলিশের ডিজি ওপি সিং। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত কয়েক দিন ধরে উত্তপ্ত উত্তরপ্রদেশ। নানা প্রান্তে বিক্ষিপ্ত অশান্তি অব্যাহত। নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে রাজ্য। চলছে ড্রোনের সাহায্যে নজরদারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে আধাসামরিক বাহিনীও।
পাশাপাশি, রাজ্য জুড়েই সোশ্যাল মিডিয়ার উপরও নজরদারি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগে সাড়ে ১৯ হাজার মানুষের বিরুদ্ধে পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন।