রাজ্য দিঘার মোহনায় ট্রলার ডুবি, নিখোঁজ মৎস্যজীবী By EBBS Desk - December 27, 2019 0 3 FacebookTwitterPinterestWhatsApp মাছ ধরে ফেরার পথে ট্রলারডুবি। এই ঘটনায় নিখোঁজ এক মৎস্যজীবী। আজ, শুক্রবার সকালে ঘন কুয়াশার মধ্যে ঘটনাটি ঘটে দীঘা মোহনার কাছে। জানা গিয়েছে, চড়ায় ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। শুরু হয়েছে উদ্ধারকাজ। ডুবুরি নামিয়ে খোঁজ চলছে ট্রলারে থাকা মৎসজীবীর।