CAA এবং NRC-র বিরোধিতায় এবার পথে শহরের খ্রিস্টান-সমাজ

0
5

বড়দিনের উৎসবের মাঝেই নাগরিকত্ব আইন এবং NRC-র বিরোধিতায় এবার সঙ্ঘবদ্ধভাবে পথে নামলেন কলকাতার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ৷ সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে থেকে প্রতিবাদ মিছিল করলেন তারা। এই মিছিলের উদ্যোক্তা, কলকাতার আর্চ ডায়োসেসের লেইটি কমিশন এবং সোশ্যাল কমিউনিকেশন কমিশন।

শহরের খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত মানুষজনের বক্তব্য, কেন্দ্রীয় সরকার সংবিধান বিরোধী আইন এনেছে। ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে কেন্দ্র। যখন দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ, তখন সেদিকে নজর না দিয়ে ভারত সরকার দেশবাসীর মধ্যে বিভাজনে ব্যস্ত।‌


আয়োজকদের তরফে লেইটি কমিশনের সম্পাদক আলেকজান্ডার অ্যান্থনি জানান, এই কর্মসূচি পুরোপুরি অরাজনৈতিক৷ এর সঙ্গে কোনও ধর্মেরই যোগ নেই। সবাই ভারতবর্ষের নাগরিক হিসেবে পথে নেমেছেন। মিছিলে অংশ নিয়েছিলেন খ্রিস্টান সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। মিছিলে তারা কোনও স্লোগান দেননি। কর্মসূচি শেষ হয় গান্ধীমূর্তির সামনে। সেখানে বাংলা, হিন্দি এবং ইংরেজিতে গানও করেন।