জানুয়ারি
■আইসিসি অ্যাওয়ার্ড- ২০১৮
২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে এই পুরস্কার প্রদান করে আইসিসি। পুরস্কার প্রাপকরা হলেন-
ওমেনস ক্রিকেটার অফ দ্য ইয়ার- স্মৃতি মান্ধানা (ভারত)
ওমেনস ওয়ান ডে ক্রিকেটার অফ দ্য ইয়ার- স্মৃতি মান্ধানা (ভারত)
আইসিসি টি-২০ প্লেয়ার অফ দ্য ইয়ার- আলেসা হ্যালি (অস্ট্রেলিয়া)
আইসিসি ওমেনস এমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার- সোফি এফলেস্টোন (ইংল্যান্ড)
■২০১৯-এর ২ ই জানুয়ারি প্রয়াত হন বিখ্যাত ক্রিকেট প্রশিক্ষক রমাকান্ত আচরেকর। শচীন তেন্দুলকর থেকে বিনোদ কাম্বলিকে নিজে হাতে তৈরি করেছিলেন তিনি।
■ ৮ ই জানুয়ারী কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড-২০১৮ তে ভূষিত হলেন লিভারপুলের খেলোয়াড় মহম্মদ সালাহ।
■ আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৯ হাজার রান করার কৃতিত্ব লাভ করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
■ শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়েন থিসারা পেরেরা।
■ আইসিসি-র ১০৫ তম সদস্য হয় ইউএসএ।
■ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত ভারত এবং অস্ট্রেলিয়ার টেস্ট ও একদিনের ক্রিকেট সিরিজ জয় ভারতের। টেস্ট সিরিজের ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হন চেতেশ্বর পূজারা। মহেন্দ্র সিং ধোনি হন ওয়ান-ডে সিরিজের ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’।
■ পঞ্চম ভারতীয় হিসেবে ১০ হাজার রান করলেন ধোনি।
■ অধিনায়ক উইকেটকিপার হিসেবে এক টেস্টে ১০ ক্যাচ ধরার বিশ্বরেকর্ড গড়লেন সরফরাজ আহমেদ।
■ ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ১০০টি উইকেট নেওয়ার রেকর্ড মহম্মদ শামির।
■ ন্যাশানাল বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনার মেডেল জয়লাভ করেন অসমের লোভলিনা বোরগোহাইন।
■ হফম্যান কাপ লন টেনিস টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয় সুইজারল্যান্ড।
■ টেনিস কোর্ট থেকে অবসর নেন অ্যান্ডি মারে।
■ ১৭ তম দিল্লি আন্তর্জাতিক দাবা প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয় ১২ বছর বয়সী তামিলনাড়ুর ডি গুকেশ। গুকেশই ভারতের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার।
*ফেব্রুয়ারি*
■ ২০১৮-১৯ রঞ্জি ট্রফি যেতে বিদর্ভ।
■ মহিলা ক্রিকেটার হিসেবে ২০০ তম আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলার রেকর্ড করেন মিতালি রাজ।
■ মহিলাদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড করেন স্মৃতি মান্ধানা।
■ ২০১৮-১৯ ইরানি ট্রফি যেতে বিদর্ভ।
■ ফিফা তালিকায় ভারত গিয়ে দাঁড়ায় ১০৩এ।
■ ইন্দনেশিয়ান মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৯ এ মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হন সাইনা নেহওয়াল।
*মার্চ*
■ প্রাক্তন শ্রীলঙ্কান ওপেনার ক্রিকেটার সনৎ জয়সূর্যকে আইসিসির নিয়ম ভঙ্গের অভিযোগে সমস্ত রকমের ক্রিকেট থেকে বহিস্কার করে আইসিসি। তিনি কোনোরকমের কোচিং, কমেন্ট্রিও করতে পারবেন না।
■ ৫০০ তম ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড করেন ক্রিস গেইল।
■ সর্বোচ্চ উঁচু ক্যাচ ধরে গিনেস বুকে নাম তুললেন অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার এলিস হেলি। তিনি ৮০ মিটার উঁচু ক্যাচ ধরেন।
■ পঞ্চম আইএসএল যেতে বেঙ্গালুরু এফসি।
■ ১০মিটার এয়ার রাইফেল স্বর্ণপদক যেতেন সৌরভ চৌধুরী।
■ বিশ্বকাপ শুটিংয়ে সোনা যেতেন অপরূপা চান্ডেলি।
*এপ্রিল*
■ আজলান শাহ হকি কাপের চ্যাম্পিয়ন হয় দক্ষিণ কোরিয়া।
■ মেলবোর্ন ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট হন কুমার সঙ্গকারা।
■ আলি অলিয়েভ রেসলিং টুর্ণামেন্টে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতলেন বজরং পুনিয়া।
■ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তানকে স্পনসর্শিপ দেওয়ার ঘোষণা করে আমুল।
■ মোনাকো গ্র্যান্ড প্রিক্স চ্যাম্পিয়নশিপ জেতেন লুইস হ্যামিলটন।
*মে*
■ CEAT-ইন্টারন্যাশনাল ক্রিকেট আওয়ার্ড ২০১৯
ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দা ইয়ার (পুরুষ)- বিরাট কোহলি ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দা ইয়ার (মহিলা)- স্মৃতি মান্ধানা
ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটার অফ দা ইয়ার (পুরুষ)- চেতেশ্বর পুজারা
ইন্টারন্যাশনাল ওয়ানডে ক্রিকেটার অফ দা ইয়ার- রোহিত শর্মা
ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি প্লেয়ার অফ দ্যা ইয়ার- এরন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
■ প্রয়াত হন ‘এশিয়ার পেলে’ পুঙ্গম কান্নন
■ একদিনের ক্রিকেটে ওপেনিং জুটিতে ৩৬৫ রানের পার্টনারশিপ করে বিশ্বরেকর্ড করে ওয়েস্ট ইন্ডিজ।
■ ২০১৮-১৯ ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি।
■ এশিয়ান বক্সিং চাম্পিয়নশিপ ২০১৯ এ সোনা যেতেন অমিত পাঙ্গহাল।
■ আইপিএল ২০১৯
চ্যাম্পিয়ন- মুম্বাই ইন্ডিয়ান্স
রানার্স আপ- চেন্নাই সুপার কিংস
প্লেয়ার অফ দ্যা সিরিজ- আন্দ্রে রাসেল
সর্বাধিক উইকেট- ইমরান তাহির সর্বাধিক রান- ডেভিড ওয়ার্নার
*জুন*
■ ২০১৮-১৯ উয়েফা চাম্পিয়নস লীগে চ্যাম্পিয়ন হয় লিভারপুল।
■ ২০১৮-১৯ উয়েফা ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয় চেলসিয়া
■ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানালেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য যুবরাজ সিং।
■ ২০১০ সাল থেকে কোপা আমেরিকায় অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়া ও কাতার।
■ ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতা- ২০১৯
পুরুষদের সিঙ্গলসে জয়ী-রাফায়েল নাদাল
মহিলাদের সিঙ্গলসে জয়ী- আশলেগ বার্টি।
*জুলাই*
■ আইসিসি ওয়ার্ল্ড কাপ- ২০১৯
তারিখ- ৩০মে থেকে ১৪ জুলাই।
আয়োজক দেশ- ইংল্যান্ড ও ওয়েলস।
চ্যাম্পিয়ন- ইংল্যান্ড( প্রথমবার)
রানার্স আপ- (নিউজিল্যান্ড)
সর্বাধিক মোট রান- রোহিত শর্মা (৬৪৮ রান)
সর্বাধিক উইকেট- মিচেল স্টার্ক (২৭টি)
প্লেয়ার অফ দা সিরিজ- কেন উইলিয়ামসন।
■ দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে কুড়ি হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
■ ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ ২০১৯ আয়োজক দেশ- ফ্রান্স
চ্যাম্পিয়ন- মার্কিন যুক্তরাষ্ট্র
রানার্স আপ- নেদারল্যান্ড
■ কোপা আমেরিকা ২০১৯ আয়োজক- ব্রাজিল
চ্যাম্পিয়ন- ব্রাজিল
রানার্স আপ- পেরু
■ এফ আই এইচ সিরিজে জাপানকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে জয়ী হয় ভারতের মহিলা হকি দল।
■ আন্তর্জাতিক দাবা উৎসবে ৬৩ তম গ্র্যান্ডমাস্টার হলেন গিরিশ এ কৌশিক।
■ মাত্র ১৫ বছর বয়সে ৬৪ তম গ্র্যান্ডমাস্টার হন হন দিল্লির পৃথু গুপ্তা।
■ টানা ছয় বছর সোনা জিতে রেকর্ড গড়লেন জিমন্যাস্ট সিমোনে বাইলস।
■ গলফ জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন হন ভারতের অর্জুন ভাট।
■ প্রথম ভারতীয় মহিলা হিসেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে সোনা যেতেন দ্যুতি চাঁদ।
■ উইম্বলডন টেনিস প্রতিযোগিতা-২০১৯
পুরুষদের সিঙ্গেলস জয়ী- নোভাক জোকোভিচ
মহিলাদের সিঙ্গেলস জয়ী- সিমোনা হালেপ।
*অগাস্ট*
■ বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে 1000 রান এবং 100 উইকেট এর অধিকারী হলেন এলিসি পেরি।(অস্ট্রেলিয়া)
■ টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ম্যাচে সাত উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কোলিন।
■ বিডব্লিউএফ ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনার পদক পেলেন পিভি সিন্ধু।
■ কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০১৯ এ সর্বাধিক পদক অধিকারী হলো ভারত। এই প্রতিযোগিতায় ভারত সাতটি সোনা পাঁচটি রুপো তিনটি ব্রোঞ্জ পদক পায়।
■ উয়েফা সুপার কাপে কাপে চ্যাম্পিয়ন হয় লিভারপুল। রানার্স আপ হয় চেলসিয়া।
*সেপ্টেম্বর*
■ টেস্ট ক্রিকেটে ভারতীয় হিসাবে ৫০ টি উইকেট শিকার পন্থের
■ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন মিতালি রাজ।
■ 2019 ডুরান্ড কাপ এ জয়ী হয় গোকুলাম কেরল। রানার্স আপ হয় মোহনবাগান।
■ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ২০১৯ এ চ্যাম্পিয়ন হয় স্পেন। রানার্স আপ হয় আর্জেন্টিনা।
■ ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতা ২০১৯
পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন- রাফায়েল নাদাল
মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন- বিয়াঙ্কা ভানেসা।
■ ২০১৯ টেনিস গ্র্যান্ড স্ল্যাম
পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন- রাফায়েল নাদাল
মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন- নাওমী ওসাকা
*অক্টোবর*
■ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন প্রাক্তন ভারত ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
■ VISA নতুন বিপণন দূত হন পিভি সিন্ধু।
■ মেয়েদের অনূর্ধ্ব পনেরো সাফ কাপ চাম্পিয়নশিপ ২০১৯ এ চ্যাম্পিয়ন হয় ভারত।
■ ভিভো প্রো কবাডি লিগের চ্যাম্পিয়ন হয় বেঙ্গল ওয়ারিয়রস। রানার্স আপ হয় দাবাং দিল্লি।
*নভেম্বর*
■ *২২ শে নভেম্বর* ভারতের মাটিতে ইডেন গার্ডেন্সে শুরু হয় প্রথম গোলাপি বলে দিন রাত্রির টেস্ট ম্যাচ। ভারত-বাংলাদেশের দিনরাত্রির গোলাপি বলের টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ৪৮ রানে হারায় ভারত।
■ ২০২০ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। ২০২০ সালের ১৭ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ইভেন্ট।
■ ২০১৯ বিজয় হাজারে ট্রফি তে চ্যাম্পিয়ন হয় কর্ণাটক। রানার্স আপ হয় তামিলনাড়ু।
■ ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। রানার্স আপ হয় মেক্সিকো।
*ডিসেম্বর*
■ চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’ওর জিতলেন লিও মেসি।
■ আই লিগের প্রথম ম্যাচেই আটকে গেল ইস্টবেঙ্গল। পিছিয়ে থেকে ম্যাচ ড্র করল লাল-হলুদ। ভরা গ্যালারি থাকা সত্ত্বেও জিততে পারল না আলেজান্দ্রো মেনেন্ডেজের দল।
■ আইসিসির টেস্ট ক্রিকেটারের তালিকায় স্মিথকে ফেলে এক নম্বরে নম্বরে উঠে এলেন বিরাট কোহলি। অন্যদিকে বোলারদের তালিকায় প্রথম 10 নম্বরের মধ্যে নিজেকে ঢোকালেন মহম্মদ শামি।
■ ২০২০ সালের টোকিও অলিম্পিক্স থেকে নির্বাসিত করা হল পুতিনের দেশকে। সেইসঙ্গে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপেও অংশ নিতে পারবে না গত বিশ্বকাপের আয়োজক দেশ।
■ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত।
■ টি- টোয়েন্টির পাশাপাশি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের ক্রিকেট ম্যাচের সিরিজ জিতল ভারত।
■ ২০২০ সালে খেলার পরই অবসরের নিতে চলেছেন লিয়েন্ডার পেজ।