দানিশ নিয়ে শোয়েবের উন্মুক্ত বয়ান, দানিশ ইমরানের শরণাপন্ন

0
5

হিন্দু এই অজুহাতে পাকিস্তান ক্রিকেট দলে হেনস্তা ও অপমানের কারণে মুখ খুললেন দানিশ কানেরিয়া। সাহায্য চাইলেন দেশের প্রধানমন্ত্রী এবং প্রাক্তন অধিনায়ক ইমরানের খানের। বললেন, শোয়েব সত্যি কথাই বলেছে। এতদিন বলার সাহস পাইনি। এবার বলব।

কী বললেন দানিশ? হ্যাঁ আমার সঙ্গে অনেকে দলে কথা বলতো না। কাউন্টিতে আমাকে স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত হওয়ার পর সব প্রাক্তন তারকাদের দোরে দোরে ঘুরেছি। কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি।

পাক পিটিভির অনুষ্ঠান “গেম অন হ্যায়” অনুষ্ঠানে শোয়েব বলেন, আমি বলেছিলাম, অধিনায়ক তুমি ভুল করছ, দানিশ না থাকলে আমরা জিততেই পারতাম না। আমি টেল এন্ডারদের উইকেট নিয়েছি। আসল উইকেট তো ওই নিয়েছে। ওর জন্যই জিতেছি। ওকে কেন কৃতিত্ব দিচ্ছ না! দানিশ এক টেবিলে খেতে বসলে অধিনায়ক অস্বস্তি বোধ করতেন। টেবিলে ওকে খাবার তুলতে দেওয়া হতো না। শোয়েবের কথার সূত্র ধরে দানিশ বলেন, যারা আমার সঙ্গে কথা বলতো না, তাদের নাম আমি জানাব।