উপজাতীয় নৃত্য উৎসবের উদ্বোধন করে শিল্পীদের সঙ্গে নাচলেন রাহুল গান্ধী

0
2

এই প্রথমবার ছত্তিশগড়ে জাতীয় উপজাতীয় নৃত্য উৎসবের আয়োজন করা হয়েছে। আর সেই নৃত্য উৎসবের উদ্বোধন করে উপজাতীয় নৃত্যশিল্পীদের সঙ্গে নাচলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ রাহুল একা নন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং দলের শীর্ষস্থানীয় নেতারাও রাহুল গান্ধীর সঙ্গে মঞ্চে উঠে নাচেন। মঞ্চে উঠে নেতাদের নাচের সঙ্গে তাল মিলিয়ে হাততালি দিতে দেখা যায় লোকসভার প্রাক্তণ স্পিকার মীরা কুমারকে৷

শুক্রবার তিন দিনের জাতীয় উপজাতীয় নৃত্য উৎসবের উদ্বোধন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ শুধু অনুষ্ঠানের উদ্বোধনেই শেষ নয়, ছত্তিশগড়ের রায়পুরে উপজাতি সম্প্রদায়ের সঙ্গে জমিয়ে নাচও করেছেন কংগ্রেস নেতা।
এরপরই মাইক্রো-ব্লগিং সাইট ট্যুইটারে রাহুল লিখেছেন, “এই অনন্য উৎসবটি ভারতের সমৃদ্ধশালী আদিবাসী সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন এবং সংরক্ষণের জন্য জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ” ।
এদিন দেখা যায়, রাহুল গান্ধী মাথায় ছত্তিশগড়ের ঐতিহ্যবাহী লাল পাগড়ি বেঁধে ঢোল পিটিয়ে আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে নাচছেন৷ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং দলের শীর্ষস্থানীয় নেতারাও রাহুলে সঙ্গে মঞ্চে উঠে নাচেন। তিন দিনের এই নৃত্য উৎসবে 25 টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এবং 6টি দেশ থেকে মোট 1,350 জন শিল্পী এতে অংশ নেবেন। 29টি উপজাতি দল 4টি নৃত্যের 43 টিরও বেশি শৈলীর উপস্থাপন করবে৷ রাজ্যসভায় বিরোধী দলের নেতা গোলাম নবি আজাদ, রাজ্যসভার সদস্য আনন্দ শর্মা, আহমদ প্যাটেল, মতিলাল ভোড়া, প্রাক্তন সাংসদ কেসি ভেনুগোপাল, কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা
গান্ধীও এই উৎসবে অংশ নেবেন।