“উদ্বাস্তুদের পাশে আমিই আছি”, নৈহাটিতে জানালেন মুখ্যমন্ত্রী

0
6

উদ্বাস্তুদের নিয়ে ভাবে বাংলার সরকারই। সেই কারণেই উদ্বাস্তুদের জমি বৈধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের জমিতে বসবাসকারীদের জন্য বারবার আবেদন করেও কোনও লাভ হয়নি। যাদবপুর সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে অঞ্চলের উদ্বাস্তু কলোনির বাসিন্দারা এখন যথেষ্ট সুরক্ষিত অবস্থায় রয়েছেন। তিনিই উদ্বাস্তুদের পাশে আছেন। শুক্রবার, নৈহাটি উৎসবের উদ্বোধনে গিয়ে এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, মতুয়া সহ বিভিন্ন সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছে বিজেপি।

সিএএ এবং এনআরসি-র মতো কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। আধারকার্ড, ভোটারকার্ড, রেশনকার্ড যদি পরিচয় পত্র না হয়, তাহলে কী দেখে দেশের নাগরিকত্ব প্রমাণ হবে? প্রশ্ন তুলেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, মানুষের হয়রানি বাড়াতেই বারবার লাইনে দাঁড় করাচ্ছে মোদি সরকার। শুধুমাত্র ভোটার তালিকায় নাম তুলতেই রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন উৎসবের উদ্বোধনে নৈহাটি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানেও অনেকেই “নো সিএএ, নো এনএসসি”- লেখা প্লেকার্ড হাতে উপস্থিত হন। তাঁদের দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কাউকে বলতে হয়নি, বাংলার মানুষ নিজে থেকেই কেন্দ্রের এই সব সিদ্ধান্তের বিরোধিতা করছে। একই সঙ্গে বিজেপি বহিরাগত দিয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর করছে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।