৪ মাস পরে ইন্টারনেট ফিরল কার্গিলে, আশায় বাকি উপত্যকা

0
4

অবশেষে ইন্টারনেট ফিরল কার্গিলে। সরকারের তরফে জানানো হয়েছে, ১৪৫ দিন পরে শুক্রবার সকাল থেকেই মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করে দেওয়া হয়েছে। ৩৭০ ধারা বিলোপের পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার অজুহাতে গোটা উপত্যকায় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। মোবাইল পরিষেবা চালু হলেও চার মাস পরেও প্রায় পুরো কাশ্মীর উপত্যকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এরজেরে ব্যাঙ্কের লেনদেন, সংবাদ মাধ্যমের কাজ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে চূড়ান্ত ভোগান্তি হয় উপত্যকাবাসীর। কার্গিলে পরিষেবা চালু হওয়ার পরে এ বার উপত্যকার বাকি অংশেই ইন্টারনেট চালু হবে বলে আশা কাশ্মীরবাসীর।