বয়স বাড়লে একসময় কাজ থেকে অবসর নিতেই হয়, যেমন মিগ ২৭। ২৭ নভেম্বর শেষ হল তার পথচলা। যোধপুরের এদিন, ওয়াটার স্যালুট দেওয়া হল মিগ ২৭-কে। এই গতির জন্য ‘বাহাদুর’ তকমা দেওয়া হয়। আকাশপথে তার গতি ছিল ক্ষিপ্র। ১৯৯৯ সালে কার্গিল যু্দ্ধে এই শক্তিশালী যোদ্ধার অবদান স্মরণে রেখেছে ভারতীয় বায়ুসেনা। মিগ-২৭ যুদ্ধবিমান বায়ুসেনা বাহিনীর খুব প্রিয় বাহাদুর। এবার সেই বাহাদুরকেই বিদায় জানাল বাহিনী। শুক্রবার, যোধপুরের বায়ুসেনার ঘাঁটি থেকে শেষবারের মতো আকাশে চক্কর কাটল মিগ ২৭ ফাইটার জেট। তার আগে তাকে ওয়াটার স্যালুট দেওয়া হয়।
কার্গিল যুদ্ধে দুর্গম স্থানে শত্রু শিবিরে হানা দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল বাহাদুর। আটের দশকের শেষে মিগ ২৭ আসে ভারতীয় নৌসেনার হাতে। আকাশ থেকে মাটিতে নির্ভুল লক্ষ্যে বোমা ফেলতে পারে বাহাদুর। ক্ষেপণাস্ত্র ছুড়তেও দক্ষ ছিল। যুদ্ধ ও অন্যান্য অভিযানে পরাক্রমের কারণেই বায়ুসেনা পাইলটদের প্রিয় ছিল ‘বাহাদুর’। ২০০৬ সালে বাযুসেনার অভিযানে শেষবার ক্ষমতা প্রদর্শন করে মিগ।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, একসময় রাজত্ব করলেও এখন আর পেরে উঠছে না বাহাদুর। সেই কারণেই মন খারাপ করেই তাকে বিদায় দিল ভারতীয় নৌবাহিনী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.