বৃষ্টিতেই বর্ষবরণ রাজ্যে! জানিয়ে দিলো হাওয়া অফিস

0
5

পূর্বাভাস মতোই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে গতকাল এবং আজ সকালে হালকা বৃষ্টি হয়েছে। তবে আগামীকাল শনিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং রাতের তাপমাত্রার পারদ অনেকটাই নামবে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৪৮ ঘন্টায় কলকাতার তাপমাত্রা আবারও ১১ ডিগ্রির কাছাকাছি হবে। তবে পরের দু’দিন অৰ্থাৎ ৩০ ও ৩১তারিখ তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে বৃষ্টি দিয়েই শুরু হবে নতুন বছর। আলিপুর হওয়া অফিস জানাচ্ছে, পয়লা জানুয়ারি থেকে একটানা তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে বেশ কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে ৩০ তারিখ একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার ফলেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ শুক্র ও কাল শনিবার পশ্চিমের সমস্ত জেলা এবং হিমালয় পর্বত সংলগ্ন সমস্ত জেলাতে শীতলতম দিন হওয়ার সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া ,বীরভূম ,ঝাড়গ্রাম এবং হিমালয় সংলগ্ন জেলাগুলোতে শৈতপ্রবাহের সর্তকতা বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। তবে ২৯ তারিখ শুধু উত্তরের জেলাগুলোতে কোল্ড ডে এবং শৈত্যপ্রবাহ সর্তকতা থাকবে।

এছাড়া আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম ,মুর্শিদাবাদে কুয়াশা সর্তকতা দেওয়া হয়েছে।