ইচ্ছেশক্তির কাছে হার মানে বয়স। গুয়াহাটির বৃদ্ধাশ্রমের বছরের শেষের দিনগুলি নেচে-গেয়ে কাটাচ্ছেন আবাসিকরা। বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসমিয়া গান রীতিমতো পা মেলালেন পক্ককেশ বৃদ্ধার। যা দেখে অনেকেই হেসে বলেছেন, “কে বলে, ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি”। কেমন সে নাচ? দেখতে ক্লিক করুন-