মুখ ফেরাল ইয়েদুরাপ্পা সরকার, পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী

0
2

কর্নাটকের বিজেপি সরকার পাশে থাকল না, কিন্তু পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ বিরোধী প্রতিবাদ মিছিলে গিয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের দুষ্কৃতী তকমা দিয়ে ইয়েদুরাপ্পা সরকার জানিয়ে দিয়েছে যে, দুটি পরিবারকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না। বৃহস্পতিবার, রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত মিছিলের শুরুতেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দুই পরিবারের পাশে দাঁড়াবে তৃণমূল। তিনি বলেন, তৃণমূলের অর্থসংস্থান খুব বেশি না হলেও, যা সামর্থ্য আছে তাই নিয়েই এক প্রতিনিধিদল যাবে কর্নাটকের ম্যাঙ্গালোরে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে যথাসাধ্য সাহায্য দেওয়া হবে।