সূর্যগ্রহণ নিয়ে সারা পৃথিবীর মানুষের আগ্রহের সীমা নেই। ১৭২বছর পর রিং বিরল রিং অফ ফায়ার দেখছেন দুবাইয়ের মানুষ। পুরীর জগন্নাথ মন্দিরে সূর্য গ্রহণ নিয়ে রয়েছে বিশেষ ব্যবস্থা। ইতিমধ্যে বৃহস্পতিবার সূর্য গ্রহণের কারণে ওড়িশা সরকার ছুটি ঘোষণা করেছে। পুরীর জগন্নাথ মন্দিরের দরজা ২৫ ডিসেম্বর মধ্যরাত পার হতেই বন্ধ হয়ে গিয়েছে। সূর্যগ্রহণ চলাকালীন বন্ধ রাখা হবে মন্দিরের দরজা। শুধু পুরীর মন্দির নয়, দেশের বিভিন্ন জায়গায় মন্দিরের দরজা বন্ধ থাকছে। গ্রহণ চলাকালীন ভুবনেশ্বরে সূর্যগ্রহণের কিছু মহাজাগতিক দৃশ্য ধরা পড়েছে। মানুষ ভিড় জমিয়েছেন সেই দৃশ্য দেখতে।