ভোটার তালিকা সংশোধন : দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ দিলেন ‘সতর্ক’ মমতা

0
3

রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে৷ গত 16 ডিসেম্বর শুরু হয়েছে, চলবে 15 জানুয়ারি পর্যন্ত। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় দলের নেতা-কর্মীদের নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন তৃণমূল-সুপ্রিমো৷
বিজেপির বিরুদ্ধে তৃণমূল নেত্রী অভিযোগ তুলেছেন,
তালিকায় ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা করছে গেরুয়া শিবির৷ এই অভিযোগ এনে দলের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সতর্ক করলৈন মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে বাম-জমানায় সিপিএমের বিরুদ্ধে ভোটার তালিকায় ‘জল মেশানোর’ অভিযোগ তুলে কয়েক দশক ধরে লড়েছেন ‘বিরোধী নেত্রী’ মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও ফের একই ইস্যুতে সক্রিয় করলেন দলকে৷
মমতা ইদানিং বার বার প্রকাশ্যে অভিযোগ তুলেছেন, অনলাইনে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ কাজে লাগিয়ে বিজেপি 50 লক্ষ ‘ভুয়ো নাম’ ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। এই কৌশলকে চ্যালেঞ্জ করতে মমতা কর্মীদের বলেছেন, অনলাইনে ভোটার তালিকায় যাঁদের নাম উঠবে, তাঁদের সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হওয়ার প্রমাণপত্র দাখিল করতে হয়। নিয়ম মেনে তা যাচাই করা হচ্ছে কি না, তা দলের নেতা-কর্মীদের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মমতা। একইসঙ্গে,তালিকা সংশোধন চলাকালীন নিজেদের বুথে কত নাম উঠছে বা বাদ যাচ্ছে, তার বুথ-ভিত্তিক তথ্য সংগ্রহ করে জেলা নেতৃত্বকে পাঠাতে হবে তৃণমূলের বুথ স্তরের এজেন্টদের।