থানার মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ফ্রেজারগঞ্জ থানার ওসি-র

0
1

নজিরবিহীন !

থানার মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন দক্ষিণ 24 পরগণার ফ্রেজারগঞ্জ থানার ওসি গৌতম বিশ্বাস৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বুধবার রাতে৷ এলাকায়
ছড়িয়েছে চাঞ্চল্য৷ গৌতম বিশ্বাসের বাড়ি উত্তর 24 পরগনা সোদপুর এলাকায়। পরিবারে স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক কোনও চাপে উনি ছিলেন কি’না, তা এখনও স্পষ্ট নয়।
ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি গৌতম বিশ্বাস মাত্র কয়েক মাস আগে এই থানার দায়িত্ব নিয়েছিলেন। এমনিতে ওই থানা এলাকায় অপরাধ প্রবণতা বা অপরাধের চাপ খুব একটা নেই। তবে তীব্রভাবেই আছে রাজনৈতিক ঝামেলা, গোলমাল এবং সমস্যা। সূত্রের খবর, থানা প্রশাসন পরিচালনা নিয়ে থানার কিছু অফিসারের সঙ্গে ওসির একটি মানসিক দূরত্ব ছিল। সেই সমস্যা নাকি দিনে দিনে বাড়ছিল৷

ওসি গৌতম বিশ্বাস থানারই ওপরের ঘরে থাকতেন। বুধবার রাতেও প্রতিদিনের মত সমস্ত কিছু সামলে নিজের ঘরে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকালে বড়বাবুর ঘুম থেকে ওঠার দেরি দেখে, ওপরে গিয়ে ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় দু’জন সিভিক ভলান্টিয়ার জানলা দিয়ে ভিতরে উঁকি দেন৷ তখনই তাঁরা দেখেন বড়বাবুর ঝুলন্ত মৃতদেহ ৷ সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দেওয়া হয়৷ তবে তিনি এসে ওসি-কে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, ওসি’র এই আত্মহত্যার কারণ নিয়ে সহকর্মীরা ধন্দে রয়েছেন। প্রতি রাতে হেডকোয়ার্টারে যে রিপোর্ট পাঠাতে হয়, বুধবারেও ওসি তা পাঠিয়েছিলেন। কোনও অস্বাভাবিকত্ব দেখতে পাওয়া যায়নি। থানার সহকর্মীদের ধারনা, বেশ কয়েকদিন ধরে কোনও কারনে মানসিক অবসাদে ভুগছিলেন৷ ঘন ঘন প্রায়ই বাড়ি যাচ্ছিলেন।