জাঁকিয়ে শীত, দিনেরবেলাতেও আগুন পোহাচ্ছেন হুগলিবাসী

0
3

জাঁকিয়ে শীত। দিনের বেলাতেও রাস্তায় আগুন জ্বালিয়ে হাত সেঁকছেন হুগলিবাসী। শীতের পারদ নেমেছে অনেকটাই। বড়দিনে তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও, বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টির ফলে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। বৃষ্টির সঙ্গে ঠান্ডা হওয়ায় কাবু জেলাবাসী। জেলার বিভিন্ন জায়গায় আগুন পোহাচ্ছেন পথচলতি মানুষ।

আরও পড়ুন-ইডেনে রনজি ম্যাচ চলাকালীন বের করে দেওয়া হল জাতীয় নির্বাচককে! কিন্তু কেন?