বড়দিনের ছুটি ধোনির সঙ্গে কাটালেন ঋষভ পন্ত !

0
2

ঋষভ পন্তকেই ধোনির উত্তরসূরি হিসাবে দেখছেন ক্রিকেটের জাতীয় নির্বাচকরা৷ যদিও পন্ত বড়দিনের ছুটি কাটাতে বিদেশে ব্যস্ত ছিলেন ধোনির সঙ্গেই৷ সেই ছবি তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতেও৷ তিনি ছিলেন দুবাইয়ে৷ সঙ্গে ছিলেন আরও দুই বন্ধু৷ অনুরাগীদের উদ্দেশ্য বড়দিনের শুবেচ্ছাবার্তাও জানান টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান৷ এটা নতুন নয়৷ পন্তকে অবসর পেলেই ধোনির সঙ্গে সময় কাটাতে দেখা যায়৷যদিও বেশ কয়েক মাস ব্যাট হাতে নজর কাড়তে পারেননি ঋষভ৷