নৈহাটি উৎসব শুরু হচ্ছে শুক্রবার। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জোর কদমে চলছে মঞ্চ থেকে স্টল তৈরি করার কাজ। কিন্তু এরমধ্যেই বৃষ্টির ভ্রূকুটি চিন্তার ভাঁজ ফেলেছে উদ্যোক্তাদের কপালে।
এ বছর নৈহাটি উৎসব নবমবর্ষে পা দিল নৈহাটি উৎসব। বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যেই উৎসবের মঞ্চ তৈরির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন চলছে শুধু শেষ মুহূর্তের কাজ। শুক্রবার, এই উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকৃতি অনুকূল থাকার প্রার্থনা করেছেন নৈহাটি উৎসব কমিটির কর্মকর্তারা।
আরও পড়ুন-জাঁকিয়ে শীত, দিনেরবেলাতেও আগুন পোহাচ্ছেন হুগলিবাসী