NRC-CAA বিরোধী মিছিল থেকে ছাত্র সমাজকে কৃতজ্ঞতা মমতার

0
4

রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত তাঁর NRC-CAA বিরোধী মিছিল থেকে রাজ্য ও দেশের ছাত্র সমাজকে কৃতজ্ঞতা জানালেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পদযাত্রা শেষে মমতা বলেন “আমি সমস্ত ছাত্র সমাজকে ধন্যবাদ জানাচ্ছি। যেভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমেছে। প্রতিবাদ করছে, সেটা দেখে আমি খুশি।”

এরপর মুখ্যমন্ত্রী বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিজেপির লজ্জা নেই, গণতান্ত্রিক উপায়ে ছোট ছোট ছেলে-মেয়েরা আন্দোলন করেছে। আর পুলিশ লাগিয়ে দিয়ে তাদের উপর নির্যাতন চলছে। আমাদের এখানে যদি কোনও ছাত্র-ছাত্রীর কিছু হয়, ছেড়ে কথা বলবো না।”

তিনি আরও বলেন, “স্বাধীনতা আন্দোলনের সময় এতো অত্যাচার হয়নি, যেটা বিজেপি সরকারের আমলে হচ্ছে। ওদের বিরুদ্ধে কথা বলার জন্য ছাত্রদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আন্দোলন করলেই সবাইকে বলা হচ্ছে ক্রিমিনাল। আমি মনে করি যাদবপুর-প্রেসিডেন্সির আন্দোলন সঠিক।”

সব শেষে মুখ্যমন্ত্রী ছাত্র-যুবদের উদ্দেশে জানান, বিজেপির বিরুদ্ধে যত বেশি সম্ভব সোশ্যাল মিডিয়ার প্রচার চলুক।