CAA আর NRC-এর প্রচারে প্রয়াত চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের ছবির ব্যবহার কিছুতেই গ্রহণযোগ্য নয়। ওই দুই প্রক্রিয়াই বিতর্কিত এবং বৈষম্যমূলক৷ বিজেপি’র যুব মোর্চা অসৎ উদ্দেশ্যে ঋত্বিকের ছবি ব্যবহার করছে৷
এই অভিযোগ তুলে বুধবার বিবৃতি দিয়েছে প্রথিতযশা ওই পরিচালকের পরিবার। ঋত্বিক-পরিবারেরই সদস্য
অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় আর অর্থনীতিবিদ মৈত্রীশ ঘটক এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, “ঋত্বিক ঘটক মানবতা আর ধর্মনিরপেক্ষ ভাবনায় বিশ্বাসী ছিলেন। ঋত্বিক ঘটক সামাজিক ও রাজনৈতিক ঝঞ্ঝার কারণে যারা উদ্বাস্তু হয়েছিলেন, বরাবর তাঁদের করুণ পরিস্থিতির কথা তুলে ধরতেন নিজের ছবিতে। তাই এমন কোনও জায়গায় তাঁর ছবির ব্যবহার গ্রহণযোগ্য নয়, যেখানে বিশেষ কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য আইনের হয়ে কথা বলা হচ্ছে। এই ক্ষেত্রে ঋত্বিকের ছবির ব্যবহার তাঁর কাজের মূল্যায়নকে লঙ্ঘিত করে।”
এদিকে এই বিবৃতির উত্তরে বিজেপি বলছে, ঋত্বিক ঘটকের ছবি বিশেষ কোনও পরিবারের সম্পত্তি হতে পারে না। মহৎ উদ্দেশেই ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ ছবির মাত্র একটি সংলাপ ব্যবহার করা হয়েছে, দাবি গেরুয়া শিবিরের।
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, “যাঁর কাজ জনমানসে প্রভাব ফেলে তাঁর ছবি কোনও একটা বিশেষ পরিবারের সম্পত্তি হতে পারে না। ‘মেঘে ঢাকা তারা’ ছবির একটা মাত্র সংলাপ আমরা ব্যবহার করেছি। আমাদের সম্পূর্ণ সেই অধিকার আছে।’
প্রসঙ্গত,দেশভাগের যন্ত্রণা ও উদ্বাস্তুদের দুর্দশা নিয়ে ঋত্বিক ঘটকের তিনটে ছবি বা ট্রিলজি আছে৷ এই তিন ছবি হলো, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার আর সুবর্ণরেখা। 1970 সালে এই বাঙালি পরিচালক ‘পদ্মশ্রী’ পেয়েছিলেন।





























































































































